একাদশ ও দ্বাদশ শ্রেণিঃ ইসলামের ইতিহাস ও সংস্কৃতি
একাদশ ও দ্বাদশ শ্রেণিঃ ইসলামের ইতিহাস ও সংস্কৃতি
উদ্দীপকটি পড়ে ১১ ও ১২ নং প্রশ্নের উত্তর দাও
প্রেসিডেন্ট বিল ক্লিনটনের সঙ্গে ইরাকের প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনের সামরিক চুক্তিভিত্তিক একটি সুসম্পর্ক বিদ্যমান ছিল কিন্তু জুনিয়র বুশ আমেরিকার ক্ষমতা গ্রহণ করে বিদ্যমান সমঝোতা ভঙ্গ করে ইরাকের প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনকে হুমকি দিতে থাকেন। ফলে সাদ্দাম হোসেনও আমেরিকাকে সমুচিত জবাব দেয়ার জন্য হুমকি প্রদান করে।
১. উদ্দীপকের জুনিয়র বুশের সঙ্গে আব্বাসি খলিফাদের শত্রু কোন রোমান সম্রাটের মিল পাওয়া যায়?
ক. হিরাক্লিয়াস খ. আইরিন গ. নিকোলাস ঘ. নাইসিফোরাস
২. উদ্দীপকের উল্লিখিত কার্যকলাপে খলিফা হারুন-অর-রশীদের চরিত্রের কোন দিকটি প্রস্ফুটিত হয়েছে?
i. তেজস্বিতা ii. অনমনীয়তা iii. সমঝোতা
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
৩. কাকে যুন্নুরাইন বলা হয়?
ক. হজরত আবুবকর (রা.) খ. হজরত উমর (রা.)
গ. হজরত উসমান (রা.) ঘ. হজরত আলী (রা.)
৪. কোন খলিফা সর্বপ্রথম টাকশাল স্থাপন করেন?
ক. মুয়াবিয়া (রা.) খ. আবদুল মালিক গ. প্রথম ওয়ালিদ ঘ. দ্বিতীয় উমর
৫. আব্বাসি রাজবংশের মোট কতজন খলিফা রাজত্ব করেন?
ক. ৩৫ খ. ৩৬. গ. ৩৭ ঘ. ৩৮
৬. বায়তুল হিকমা কী?
ক. গবেষণা জ্ঞানমন্দির খ. রাজপ্রাসাদ গ. প্রমোদ তরী ঘ. এক ধরনের স্থাপত্য
৭. ‘নহরে জুবাইদা’ খননের প্রধান উদ্দেশ্য কী ছিল?
ক. নৌ যোগাযোগের জন্য খ. পানির কষ্ট দূর করতে গ. সুনাম অর্জনের নিমিত্তে
ঘ. খলিফার নির্দেশ পালন করতে
উদ্দীপকটি পড়ে ১৮ ও ১৯ নং প্রশ্নের উত্তর দাও
পেট্রিক লুলুম্বা দেশের ক্ষমতা গ্রহণকালে যারা তার সঙ্গী ছিল, অথচ পরবর্তীতে তাদের প্রতিদ্বন্দ্বী মনে হওয়ায় তাদের সবাইকে একে একে সরিয়ে দিয়েছে। এমনকি প্রশাসনিক নিরাপত্তার জন্য তিনি চমৎকার একটি রাজধানী শহর নির্মাণ করে তা সুরক্ষিত করেন।
৮. উদ্দীপকে প্রেট্রিক লুলুম্বার সঙ্গে কোন আব্বাসীয় খলিফার সামঞ্জস্য পাওয়া যায়?
ক. আবুল আব্বাস খ. আল মনসুর গ. হারুন-অর-রশীদ ঘ. আল মামুন
৯. উদ্দীপকে পেট্রিক লুলুম্বার কার্যকালাপের মতোই উক্ত খলিফার কর্মকাণ্ড ছিল-
ক. সুদূরপ্রসারী খ. অপরিনামদর্শী গ. জনহিতৈষী ঘ. দেশ বিধ্বংসী
উদ্দীপকটি পড়ে ২০ ও ২১ নং প্রশ্নের উত্তর দাও
নতুন সরকার ক্ষমতায় এসে সব ধরনের অন্যায় কর আদায় বন্ধ করে দেয়। অবৈধ দখল করা সম্পদ-সম্পত্তি বৈধ মালিককে ফেরত প্রদান করে এবং অনেকের ওপর আরোপিত বৈধ করেরও মওকুফের ব্যবস্থা করে।
১০. উদ্দীপকে সরকারে গৃহীত কর্মকাণ্ডে কোন সামঞ্জস্য দেখা যায়?
ক. মুয়ারিয়া (রা) খ. আবদুল মালিক গ. আল-ওয়ালিদ গ. উমর বিন আবদুল আজিজ
১১. উদ্দীপকে সরকারের কর্মকাণ্ডে ওই খলিফার যে গুণটির প্রতিফলন দেখা যায় তাহল-
ক. দূরদর্শিতা খ. দক্ষতা গ. ন্যায়পরায়ণতা গ. সরলতা
১২. ইতিহাসের জনক বলা হয় কাকে?
ক. থিওফ্রেটাস খ. ইউক্লিড গ. হেরোডোটাস ঘ. জেনোফার
১৩. ইসলামের পঞ্চম খলিফা কাকে বলা হয়?
ক. মুয়াবিয়া (রা.) খ. আবদুল মালিক গ. আল ওয়ালিদ ঘ. উমর বিন আবদুল আজিজ
১৪. কর্ডোভাকে ইউরোপের বাতিঘর বলা হয় কেন?
i. ইউরোপ গমনের দিকনের্দেশনা এখানে ছিল বলে
ii. এখানকার জ্ঞান-বিজ্ঞান ইউরোপকে আলোকিত করেছিল বলে
iii. শহরটি আলোকসজ্জায় সজ্জিত করা হয়েছিল বলে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
প্রেসিডেন্ট বিল ক্লিনটনের সঙ্গে ইরাকের প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনের সামরিক চুক্তিভিত্তিক একটি সুসম্পর্ক বিদ্যমান ছিল কিন্তু জুনিয়র বুশ আমেরিকার ক্ষমতা গ্রহণ করে বিদ্যমান সমঝোতা ভঙ্গ করে ইরাকের প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনকে হুমকি দিতে থাকেন। ফলে সাদ্দাম হোসেনও আমেরিকাকে সমুচিত জবাব দেয়ার জন্য হুমকি প্রদান করে।
১. উদ্দীপকের জুনিয়র বুশের সঙ্গে আব্বাসি খলিফাদের শত্রু কোন রোমান সম্রাটের মিল পাওয়া যায়?
ক. হিরাক্লিয়াস খ. আইরিন গ. নিকোলাস ঘ. নাইসিফোরাস
২. উদ্দীপকের উল্লিখিত কার্যকলাপে খলিফা হারুন-অর-রশীদের চরিত্রের কোন দিকটি প্রস্ফুটিত হয়েছে?
i. তেজস্বিতা ii. অনমনীয়তা iii. সমঝোতা
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
৩. কাকে যুন্নুরাইন বলা হয়?
ক. হজরত আবুবকর (রা.) খ. হজরত উমর (রা.)
গ. হজরত উসমান (রা.) ঘ. হজরত আলী (রা.)
৪. কোন খলিফা সর্বপ্রথম টাকশাল স্থাপন করেন?
ক. মুয়াবিয়া (রা.) খ. আবদুল মালিক গ. প্রথম ওয়ালিদ ঘ. দ্বিতীয় উমর
৫. আব্বাসি রাজবংশের মোট কতজন খলিফা রাজত্ব করেন?
ক. ৩৫ খ. ৩৬. গ. ৩৭ ঘ. ৩৮
৬. বায়তুল হিকমা কী?
ক. গবেষণা জ্ঞানমন্দির খ. রাজপ্রাসাদ গ. প্রমোদ তরী ঘ. এক ধরনের স্থাপত্য
৭. ‘নহরে জুবাইদা’ খননের প্রধান উদ্দেশ্য কী ছিল?
ক. নৌ যোগাযোগের জন্য খ. পানির কষ্ট দূর করতে গ. সুনাম অর্জনের নিমিত্তে
ঘ. খলিফার নির্দেশ পালন করতে
উদ্দীপকটি পড়ে ১৮ ও ১৯ নং প্রশ্নের উত্তর দাও
পেট্রিক লুলুম্বা দেশের ক্ষমতা গ্রহণকালে যারা তার সঙ্গী ছিল, অথচ পরবর্তীতে তাদের প্রতিদ্বন্দ্বী মনে হওয়ায় তাদের সবাইকে একে একে সরিয়ে দিয়েছে। এমনকি প্রশাসনিক নিরাপত্তার জন্য তিনি চমৎকার একটি রাজধানী শহর নির্মাণ করে তা সুরক্ষিত করেন।
৮. উদ্দীপকে প্রেট্রিক লুলুম্বার সঙ্গে কোন আব্বাসীয় খলিফার সামঞ্জস্য পাওয়া যায়?
ক. আবুল আব্বাস খ. আল মনসুর গ. হারুন-অর-রশীদ ঘ. আল মামুন
৯. উদ্দীপকে পেট্রিক লুলুম্বার কার্যকালাপের মতোই উক্ত খলিফার কর্মকাণ্ড ছিল-
ক. সুদূরপ্রসারী খ. অপরিনামদর্শী গ. জনহিতৈষী ঘ. দেশ বিধ্বংসী
উদ্দীপকটি পড়ে ২০ ও ২১ নং প্রশ্নের উত্তর দাও
নতুন সরকার ক্ষমতায় এসে সব ধরনের অন্যায় কর আদায় বন্ধ করে দেয়। অবৈধ দখল করা সম্পদ-সম্পত্তি বৈধ মালিককে ফেরত প্রদান করে এবং অনেকের ওপর আরোপিত বৈধ করেরও মওকুফের ব্যবস্থা করে।
১০. উদ্দীপকে সরকারে গৃহীত কর্মকাণ্ডে কোন সামঞ্জস্য দেখা যায়?
ক. মুয়ারিয়া (রা) খ. আবদুল মালিক গ. আল-ওয়ালিদ গ. উমর বিন আবদুল আজিজ
১১. উদ্দীপকে সরকারের কর্মকাণ্ডে ওই খলিফার যে গুণটির প্রতিফলন দেখা যায় তাহল-
ক. দূরদর্শিতা খ. দক্ষতা গ. ন্যায়পরায়ণতা গ. সরলতা
১২. ইতিহাসের জনক বলা হয় কাকে?
ক. থিওফ্রেটাস খ. ইউক্লিড গ. হেরোডোটাস ঘ. জেনোফার
১৩. ইসলামের পঞ্চম খলিফা কাকে বলা হয়?
ক. মুয়াবিয়া (রা.) খ. আবদুল মালিক গ. আল ওয়ালিদ ঘ. উমর বিন আবদুল আজিজ
১৪. কর্ডোভাকে ইউরোপের বাতিঘর বলা হয় কেন?
i. ইউরোপ গমনের দিকনের্দেশনা এখানে ছিল বলে
ii. এখানকার জ্ঞান-বিজ্ঞান ইউরোপকে আলোকিত করেছিল বলে
iii. শহরটি আলোকসজ্জায় সজ্জিত করা হয়েছিল বলে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
Post a Comment