সাধারণ জ্ঞান
সাধারণ জ্ঞান
২। ২০১৭ সালে ব্রডব্যান্ড ইন্টারনেট গতিতে শীর্ষদেশ ➫ সিঙ্গাপুর, (ইন্টারনেট গতি ১৫৪.৩৮)
৩। ব্রিটিশ হাইকোর্টে বিচারক হিসেবে প্রথম বাংলাদেশি ➫ আখলাকুর রহমান চৌধুরী (নিয়োগ লাভ করেন ১৮ আগস্ট, ২০১৭)।
৪। ভারতীয় সুপ্রিম কোর্ট ‘তিন তালাক’ অবৈধ ঘোষণা করে ➫ ২২ আগস্ট, ২০১৭।
৫। উপমহাদেশের সীমান্ত ভারত ও পাকিস্তানের মধ্যে ভাগ করে দেওয়ার দায়িত্ব দেওয়া হয় ➫ ব্রিটিশ আইনজীবী সিরিল র্যাডক্লিফকে।
৬। ভারতবর্ষের সর্বশেষ ভাইসরয় ➫ লর্ড মাউন্টব্যাটেন।
৭। ব্রিটিশরা ভারতীয় উপমহাদেশ শাসন করেছিল ➫ ১৯০ বছর।
৮। ভারতবর্ষে ওহাবী মত ও আদর্শ প্রচারের পথিকৃৎ ছিলেন ➫ সৈয়দ আহমেদ বেরেলভি।
৯। ফরায়েজি আন্দোলনের নেতৃত্ব দেন ➫ হাজী মো. শরীয়তুল্লাহ।
১০। ‘জমি থেকে খাজনা আদায় আল্লাহর আইনের পরিপন্থী’-এ উক্তি ➫ দুদু মিয়ার।
১১। তিতুমীর শহীদ হয়েছেন ➫ ইস্ট ইন্ডিয়া কম্পানির বিরুদ্ধে যুদ্ধ করে।
১২। বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট অবস্থিত ➫ জয়দেবপুর, গাজীপুর।
১৪। বাংলাদেশে খাসিয়া জনগোষ্ঠীর বসবাস ➫ সিলেট বিভাগে।
১৫। বাংলাদেশে প্রথম মোবাইল কার্যক্রম শুরু করে ➫ ডাচ্-বাংলা ব্যাংক।
১৬। বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পরিষদের সদস্যসংখ্যা ➫ ৯ জন।
১৭। স্বাধীন বাংলাদেশে ১০০ টাকার নোট চালু হয় ➫ ৪ মার্চ, ১৯৭২ সালে।
১৮। পদমর্যাদা ক্রমানুযায়ী বাংলাদেশের সর্বোচ্চ পদমর্যাদার অধিকারী হলেন ➫ রাষ্ট্রপতি।
১৯। ভারত ও চীনের মধ্যে সীমানা নির্দেশক লাইন ➫ ম্যাকমোহন লাইন।
২০। ভাটির দেশ বলা হয় ➫ বাংলাদেশকে।
Post a Comment