Header Ads

পঞ্চম শ্রেণিঃ ইসলাম ও নৈতিক শিক্ষা - দ্বিতীয় অধ্যায় : ইবাদত - এক কথায় উত্তর



পঞ্চম শ্রেণি

ইসলাম ও নৈতিক শিক্ষা
দ্বিতীয় অধ্যায় : ইবাদত - এক কথায় উত্তর




১. শরীর কীভাবে পবিত্র করা যায়?
উত্তর : ওজু, গোসল ও তায়াম্মুমের মাধ্যমে শরীর পবিত্র করা যায়।

. আল্লাহর প্রতি বান্দার চরম আনুগত্য প্রকাশ পায় কীভাবে?
উত্তর : আল্লাহর প্রতি বান্দার চরম আনুগত্য প্রকাশ পায় সালাত আদায়ের মাধ্যমে।
. জামাতে সালাত আদায় করলে আল্লাহ বান্দাকে কয়টি পুরস্কার প্রদান করেন?
উত্তর : জামাতে সালাত আদায় করলে আল্লাহ বান্দাকে ৫টি পুরস্কার প্রদান করেন।
. কেয়ামতের দিন সর্বপ্রথম কিসের হিসাব নেয়া হবে?
উত্তর : কেয়ামতের দিন সর্বপ্রথম সালাতের হিসাব নেয়া হবে।
. বাংলাদেশে কতগুলো মসজিদ রয়েছে?
উত্তর : বাংলাদেশে ২ লাখেরও বেশি মসজিদ রয়েছে।
. সাওম পালনকারীর জন্য কয়টি খুশির খবর রয়েছে?
উত্তর : সাওম পালনকারীর জন্য ২টি খুশির খবর রয়েছে।
. কোনো মাসে তারাবির সালাত পড়তে হয়?
উত্তর : রমজান মাসে এশার সালাতের পর তারাবির সালাত আদায় করতে হয়।
. পৃথিবীর প্রাচীনতম ইবাদতখানা কোনটি?
উত্তর : পৃথিবীর প্রাচীনতম ইবাদতখানা কাবাঘর।
. হজের সময় হাজী সাহেবদের কোথায় কোরবানি করতে হয়?
উত্তর : হজের সময় হাজী সাহেবদের মিনায় কোরবানি করতে হয়।

No comments

Powered by Blogger.